Special Officer Ajay Dey-তত্বাবধানে নবগ্রাম পিপলস” কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক এর তরফে
মহিলা স্বনির্ভর গোষ্ঠীর গঠন এবং কার্যকলাপ শুরুর ব্যবস্থা করা হয়েছে৷ এই উদ্দেশ্যে ২০২৪ এর ৮ই  February কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরে সকল উত্সাহীদের আহ্বান করা হয়েছিল এবং তার পরবর্তীতে এখনো পর্যন্ত বহু উত্সালহীদের সাথে যোগাযোগ শুরু হয়েছে ও দল গঠন এবং খাতা খোলা শুরু হয়েছে।

নিচে কিছু Press News এর ছবি ও Video দেওয়া হলো।

মূল বিষয়:

স্বনির্ভর গোষ্ঠী গঠনে নূন্যতম ১০ জন মহিলা সদস্য থাকতে হবে৷

৬ মাস একই হারে নবগ্রাম পিপলস’ কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক-এ দলগত ভাবে টাকা জমা
রাখতে হবে। ৬ মাস পরে উক্ত স্বনির্ভর গোষ্ঠী জমা টাকার সর্বাধিক চার গুণ ঝণ পাওয়ার যোগ্য
বিবেচিত হবে।

স্বনির্ভর গোষ্ঠীর জমা করা টাকার উপর বাৎসরিক সুদের হার সর্বাধিক ৮%।

দল গঠনের এবং খাতাপত্রের ব্যপারে bank সমস্ত রকম সহযোগিতা করবে৷ ব্যাঙ্ক এর খাতা খোলা ও খণ দাদনের বিষয়ে ব্যাঙ্ক এর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্বনির্ভর গোষ্ঠীর প্রকল্প রূপায়নে এবং পরবর্তী ব্যপারে ও ব্যবসার প্রচারেও ব্যাক্ক সহায়তা করবে | সকাল ১০ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত সর্বক্ষণ স্বনির্ভরতা তে (ব্যাঙ্ক এর পাশে) সহযোগিতা কেন্দ্র খোলা থাকবে।